অভ্র কী বোর্ডের ছোট ফন্ট পরিবর্তন করে বড় করুন?

অভ্র কি বোর্ডে ডিফল্টভাবে Vrinda ফন্ট সেট আপ করা থাকে। এ ফন্ট এর প্রধান সমস্যা হলো ফন্ট এর আকার খুব ছোট। Vrinda ছোট হওয়ার কারনে বিভিন্ন বাংলা ফন্ট এর ওয়েবব্রাউজার, ওয়েবসাইট ইত্যাদি দেখতে সমস্যা দেখা দেয়। এখানে কিভাবে ডিফল্ট ফন্ট (Vrinda) পরিবর্তন করা যায় তা আলোচনা করছি।

১। প্রথমে Font Fixer ডাউনলোড করুন। 

 

২। ফাইলটি ওপেন করুন

৩। Siyam Rupali ফন্ট সিলেক্ট করুন।

৪। Fix it ক্লিক করে কম্পিউটার রিস্টর্ট করুন, দেখবেন ফন্ট অনেক বড় দেখাচ্ছে।