আপনার ফেইসবুকে একাউন্ট 'সাসপিশাস লগ-ইন' রোধ করুন।

26/12/2010 01:06

অসাবধানতায় আপনার ফেইসবুকের পাসওয়ার্ড অন্যরা জেনে যেতে পারে। এতে করে অরক্ষিত হয়ে যেতে পারে আপনার ফেইসবুকের সব তথ্য! অন্য কেউ আপনার ফেইসবুক লগ-ইন করছে কি না তা সেটিংস পরিবর্তন করে জেনে নেওয়া যায়। এ ধরনের 'সাসপিশাস' লগ-ইনের তথ্য ধরা পড়লে ওই ব্যবহারকারীকের শনাক্ত করা এবং অ্যাকাউন্ট লগ-আউট করা সম্ভব। এ সময় পাসওয়ার্ডও পরিবর্তন করে নেওয়া যাবে।

সাসপিশাস লগ-ইন'-এর তথ্য জানতে প্রথমে ফেইসবুকে লগ-ইন করুন। এবার হোমপেজের ওপরে ডান পাশে account থেকে account settings ক্লিক করুন। এরপর নিচে account security-তে ক্লিক করুন। সেখানে Login notifications-এর নিচে 'অন' এবং 'অফ' নামক দুটি অপশন পাবেন। এখান থেকে 'অন' নির্বাচন করে Save বাটনে ক্লিক করুন। এবার অপরিচিত কোনো আইপি ঠিকানা থেকে লগ-ইন করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারী মেইল পাবেন।


মেইলের পরিবর্তে এসএমএসের মাধ্যমেও এ ধরনের তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য ফেইসবুকে মোবাইল নম্বর সক্রিয় করে নিতে হবে। আর Notification সেটিংয়ের আগে Notification methods থেকে SMS ক্লিক করতে হবে।