কিভাবে ইন্টারনেট এর সাহায্যে ফাইল আদান-প্রদান করা হয়

07/12/2010 12:43

আমরা তো কম বেশী সবাই ইন্টারেনেট এর সাহায্যে বিভিন্ন রকমের ফাইল একে অপরকে পাঠিয়ে থাকি। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন এই ফাইল ইন্টারেনেট এর মাধ্যমে কিভাবে প্রেরন করা বা গ্রহন করা হয়। আজ আমি আমি আমার এই পোষ্টে সেই বিষয়টি ব্যাখ্যা করব।

OSI model কে ব্যবহার করা হয়  নেটওয়ার্ক এর মধ্যে কিভাবে যোগাযোগ স্থাপন হয় সেটিকে বুঝানোর জন্য। এই OSI model ১৯৭৮ সালে প্রবতির্ত হয় International Organization for Standardization (ISO) দ্বারা। এই OSI model এর সাহায্যে সাতটি ধাপে ফাইল পাঠানো এবং গ্রহন এর কাজ করা হয়। আর এই OSI model এর সাতটি ধাপগুলো হল

১। Application Layer : যখন আপনি কোন ফাইল ইন্টারেনেট এর সাহায্যে পাঠান তখন Application Layer ঐ ফাইলের জন্য নেটওয়ার্কে প্রবেশ পথ হিসেবে কাজ করে। আপনার পাঠানো ফাইলগুলো প্রথমে Application Layer-এ এসে হাজির হয় নেটওয়ার্কে তার প্রবেশ টিকিট পাওয়ার জন্য।


২। Presentation Layer : আপনার পাঠানো ফাইলগুলো যখন Application Layer এর প্রবেশ টিকেট পায় তখন সেই ফাইলটি Presentation Layer-এ এসে হাজির হয়। এই Presentation Layer এর কাজ হল ঐ ফাইলগুলোকে নেটওয়ার্কের উপযোগী বিভিন্ন syntax -এ রুপান্তর করা। আর আপনার পাঠানো ফাইল যখন আপনার প্রেরকের নিকট চলে আসে তখন এই Presentation Layer ঐ ফাইলকে আবার কম্পিউটার উপযোগি Syntax-এ রুপান্তর করে নেয়।


৩। Session Layer : এই Session Layer  কাজ হল প্রেরক এবং প্রাপকের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে নেটওয়ার্কের স্থাপন নিশ্চিতকরন করা।


৪। Transport Layer : এই Transport Layer এর কাজ হল ফাইলগুলোকে যেভাবে পাঠানো হয়েছে ঠিক সেইভাবে প্রাপকের নিকট কোন ধরনের তথ্য না হারিয়ে বা কোন ফাইল কপি না করে ঠিকভাবে প্রেরন করা। যখন কোন ফাইল নেটওয়ার্কের মাধম্যে পাঠানো হয় ত্তখন সেই ফাইলকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রাপকের নিকট পাঠানো হয়।


৫।Network Layer : এই Layer এর কাজ হল প্রেরকের নেটওয়ার্কের মাধ্যম চিহ্নিত করা এবং সেই নেটওয়ার্ক দিয়ে অন্যান্য নেটওয়ার্কে যোগাযোগ স্থাপন করা।


৬। Data-Link Layer : এই Layer-টির কাজ হল কোন ধরনে ভুল ছাড়া পাঠানো ফাইলগুলোকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে (নেটওয়ার্কের মাধম্যে) পাঠানো।


৭। Physical Layer : এই Layer এর সাহায্যে প্রেরকের পাঠানো ফাইলগুলো প্রাপকের কম্পিউটারে এসে হাজির হয়।


আমরা যখন কোন ফাইল ডাউনলোড করি তখন এই উপরের সাতটি ধাপ ধারাবাহিকভাবে সম্পন্ন করে ডাউনলোডকৃত ফাইলটি আমাদের কম্পিউটারে আসে